Posts

Featured Post

দক্ষিণ-এশিয়ায় বাংলাদেশে করোনায় মৃত্যুহার সর্বাধিক।

Image
Bangladesh has the highest death rate of covid-19 in south Asia. বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেলেও মৃতের সংখ্যা তুলনামূলক বেশি। আজ ৫ এপ্রিল নিচের ডাটা আজকের তারিখ মতে। কোনো নির্দিষ্ট দেশে মৃত্যুহার নির্ণয়ের উপায় হলো (মৃতের সংখ্যা÷মোট আক্রান্ত সংখ্যা) × ১০০ বাংলাদেশের মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের তাহলে মৃত্যুহার দাড়ায় ১০.২৩% যা অন্যান্য দক্ষিণ এশিয়ার থেকে ঢের বেশি। ভারতে মোট আক্রান্ত ৩৩৭৪ জন আর মারা গেছে ৭৯ জন মৃত্যুহার ২.৩৪%। ঐদিকে পাকিস্তানে আক্রান্ত ২৮৯৯ আর মারা গেছে ৪৫ জন মৃত্যুহার দাড়ায় ১.৫৫%।শ্রীলঙ্কা তে মোট আক্রান্তের সংখ্যা ১৭৪ জন আর মৃত্যু ঘটেছে ৫ জনের তাহলে শ্রিলঙ্কার মৃত্যুহার দাড়ায় ২.৮৭%। নেপাল, ভূটান ও মালদ্বীপে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনে। যথাক্রমে ৯ জন,৫জন ও ১৯ জন আক্রান্ত হয়েছে। শেয়ার করে সকলকে জানিয়ে দিন বর্তমান অবস্থা। ঘরে থাকুন, সাবান দিয়ে হাতধৌত করুন, কাশি শিষ্টাচার ও সামাজিক দূরত্ব মেনে চলুন।

যে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ আপনি শুধুমাত্র গুগল সার্চের মাধ্যমেই করতে পারেন

Image
গুগল আধুনিক মানবজীবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। মানবজীবন করে দিয়েছে আরো সহজ। ইন্টারনেট জগৎই যেন স্বার্থক হয়েছে গুগলের জন্য। আপনার জীবন আরো সহজ,স্বাচ্ছন্দ্য এবং সময় বাঁচাতে গুগল প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী নিয়ে আত্মপ্রকাশ করছে। গুগল সার্চ হলো আপনি google.com লেখার পর ব্রাউজারে যে পেইজ শো করে সেটি। সার্চ বারে লিখে খোজ করাই গুগল সার্চ। আপনার দৈদন্দিন জীবনের গুরুত্বপূর্ণকাজ কে সহজ করার দায়িত্ব যেন গুগল নিজ মাথা পেতে নিয়েছে। আপনি গুগলে সব তথ্যগত সমস্যা সমাধান গুগলেই সমাধান সম্ভব। আজকে এমন পাঁচটি ট্রিক শেয়ার করা হবে। বড়বড় সংখ্যা গুগলের দ্বারা বানান বা উচ্চারণ করিয়ে নিন গুগল সার্চের মাধ্যমে আপনি বড় বড় সংখ্যা উচ্চারণ কিংবা বানান করিয়ে নিতে পারেন।ধরুন, 9999999 এই সংখ্যাটির উচ্চারণ কি হবে? বানানই বা কেমন হবে? আপনি চট করে গুগলের সার্চ বারে আপনার সংখ্যাটি লিখে '=' চিহ্ন দিয়ে English লিখুন। যেমন 999999=english এটি লিখে সার্চ দিলেই আপনার কাঙখিত রেজাল্ট পেয়ে যাবেন। ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করতে পারেন গুগল সার্চ কে আপনি ক্যালকুলেটর হিসেবেও ব্যাবহার করতে পারে...

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রয়কৃত অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল

Image
মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ আয়তনে বিশাল একটি দেশ। এটি আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তমদেশ। এর আয়তন প্রায় সম্পূর্ণ ইউরোপ মহাদেশের সমান! কিন্তু শুরুতে আমেরিকার আয়তন বা আকার এত বিশাল ছিলো না। উপরে ছবিতে লুইজিয়ানা অঞ্চল ও নিচের ছবিতে আলাস্কা অঞ্চলের মানচিত্র  শুরুতে এর আয়তন ছিলো ৮৯২,১৩৫ বর্গমাইল। ফ্রান্স,স্পেন,রাশিয়া থেকে জমি কিনে ও মেক্সিকোর থেকে জমি দখল করে আমেরিকা দৈত্যাকৃতি লাভ করেছে। আমেরিকা বহু টেরিটোরি বিভিন্ন দেশ থেকে ক্রয় করেছে। তবে আজকে সন থেকে বড় ক্রয়কৃত অঞ্চলগুলো সম্পর্কেই আলোচনা করা হবে। আমেরিকা লুইজিয়ানা, ফ্লোরিডা ও আলাস্কা এই তিনটি রাজ্য বা প্রদেশ যথাক্রমে ফ্রান্স স্পেন ও রাশিয়ার কাছে থেকে ক্রয় করেছিলো। নিচে এ নিয়ে বলা হলো। ফ্রান্সের থেকে লুইজিয়ানা লুইজিয়ানা বিশাল একটি অঞ্চল। এটিই আমেরিকার প্রথম ক্রয়কৃত অঞ্চল। এটি প্রায় আয়তনে প্রারম্ভিক যুক্তরাষ্ট্রের সমান ছিলো। এটি ১৮০৩ সালে ফ্রান্সের কাছে থেকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারে ক্রয় করেছিলো আমেরিকা। এর আয়তন ৮২৭,৯৮৭ বর্গমাইল। তৎকালীন সময়ে এই জমির করায়ত্ত্ব ছিলো ফ্রেন্স সম্রাট নেপোলিয়ন ...

মেলানেশিয়া অঞ্চল পরিচিতি

Image
মেলানেশিয়া হলো ওশেনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত একটি অঞ্চল। ওশেনিয়া মহাদেশকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করার হয় তার মধ্যে মেলানেশিয়া অন্যতম একটি। মেলানেশিয়া অঞ্চলে স্বাধীন দেশ ছাড়াও কয়েকটি দেশের অঞ্চল রয়েছে। মেলানেশিয়া অঞ্চলে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে পাঁচটি।যথাঃ পাপুয়া নিউ গিনি, ফিজি,ভানুয়াতু,সোলোমন দ্বীপপুঞ্জ ও পূর্ব তিমুর [সূত্র : উইকিপিডিয়া ]। তাছাড়া ফ্রান্সের অধিভুক্ত দ্বীপ নিউ ক্যালিডোনিয়া এখানে অবস্থিত।  এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলও এই মেলানেশিয়ায় অবস্থিত। নির্দিষ্টভাবে বললে ওয়েস্ট নিউগিনি অঞ্চল ও মালুকু মেলানেশিয়া তে অবস্থিত। নিউ গিনি দ্বীপ থেকে পলিনেশিয়া আর ওদিকে মাইক্রোনেশিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। এটিও একটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। মেলানেশিয়া শব্দটি প্রথম ব্যাবহার করে ১৮৩২ সালে ফ্রেন্স নাবিক জুলস ডুমন্ট। তিনি মনে করেছিলেন এখানকার জনগোষ্ঠি পলিনেশিয়া অথবা মাইক্রোনেশিয়া থেকেই উদ্ভুত।  মেলানেশিয়া শব্দটি গ্রীক শব্দ থেকে এসেছে। যার অর্থ কৃষ্ণ বর্ণের লোক। যদিও ইউরোপিয়ানরা এই অঞ্চলকে বর্ণ দিয়া বিবেচিত করেন না শুদুমাত্র বিচিত্র অঞ্চল বলেই বিবেচনা করেন। ...

ওশেনিয়া মহাদেশ পরিচিত।

Image
আজকে ওশেনিয়া মহাদেশ নিয়ে আলোচনা করা হবে। এমন সব তথ্য উপস্থাপন করা হবে যেগুলো না জানলেই নয়। বাকি সকল মহাদেশই উত্তর গোলার্ধে অবস্থিত কিন্তু ওশেনিয়া মহাদেশ অবস্থিত দক্ষিণ গোলার্ধে। আর মকর ক্রান্তি রেখা এর প্রায় মাঝ বরাবর দিয়ে অতিক্রম করেছে।  ওশেনিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ। ওশেনিয়া মহেদেশের সবচেয়ে বড় দেশ হলো অস্ট্রেলিয়া। অনেকে এটিকে অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে ভেবে ভুল করে।  এর বিশাল বা প্রাত পুরো অংশই জুড়ে আছে অস্ট্রেলিয়া দেশটি। ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ সংখ্যা চৌদ্দটি। এদের মধ্যে সবগুলোই দ্বীপ রাষ্ট্র।  ওশেনিয়া মহাদেশকে প্রবাল প্রাচীরের মহাদেশ বলা হয়। পৃথিবীর সবচাইতে বড় প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রীফ এই মহাদেশেই যেহেতু অবস্থিত। ওশেনিয়া মহাদেশকে চারটি প্রধান অঞ্চলে বিভক্ত করা হয়। এই মহাদেশটি প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে অবস্থিত। পাঁচটি অঞ্চল গুলো হলো ঃ ১. মেলানেশিয়া 2. মাইক্রোনেশিয়া 3. পলিনেশিয়া 4. অস্ট্রেলিয়া 5. নিউজিল্যান্ড নিচে এই অঞ্চল গুলো সম্পর্কে আলোচনা করা হলো।  মেলানেশিয়া মেলানেশিয়া অর্থ হ...

করোনা ভাইরাস ও বর্তমান বিশ্ব।

Image
করোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়ঙ্কর আকার ধারণ করেছে, রূপ নিয়েছে মহামারীতে। এই মূহূর্তে করোনা নামক দাবানলে জ্বলছে পুরো বিশ্ব। যারা কিনা পৃথিবীর বুকে মহাপরাক্রমশালী বলে চিহ্নিত করোনা যেনো তাদেরই আগে নাকানিচুাবানী দিচ্ছে। তবে ধীরে ধীরে প্রবেশ করছে স্বল্প আয়ের দেশ গুলোতে। সহজেই অনুমেয় যে যদি কোনোভানে স্বল্প-আয়ের দেশ যেমন বাংলাদেশে যদি এই মহামারীটি প্রবেশ করে তাহলে কি অবস্থা হতে পারে। করোনা ভাইরাস শুধু নাম বদলে কোভিড-১৯ ই হয় নি বিজ্ঞানীরা ধারণা করছেন এটি মিউটেশনের ফলে আরো শক্তিশালী হচ্ছে। কোনো কোনো গবেষণা বলছে কোভিড-১৯ গ্রীষ্মে টিকতে পারবে না আবার কোনোটি বলছে পারবে। কোনো গবেষণা বলছে এটিতে শুধু ঝুকিতে আছে বৃদ্ধরা আবার আজকেই দেখা গেলো স্প্যানিশ ফুটবল দলের কোচ ফ্রান্সিসকো গার্সিয়া একুশ বছর বয়সে করোনায় মৃত্যু বরণ করলেন। এত ধুয়াশার মাঝে কোনো তথ্যই যেনো বিশ্বাস করা যায় না। এ পর্যন্ত চায়নাতে ৪০০০ এরও বেশি মানুষ মারা গেছে করোনা ভাইরাসের তাণ্ডবে আর ইতালি যেনো দ্বিতীয় মৃত্যুপুরী সেখানে ২৫০০+ এরও বেশি মানুষ মারা গেছে। করোমার ভয়াবহতা এতটাই যে পৃথিবীর বাঘা বাঘা লোক বা ইম্পর্টেন্ট পার্সোনরাও এর জন্য ঘ...

যে পাঁচটি ভাষা সেখা সবচেয়ে কঠিন

Image
নতুন ভাষা শেখা আসলেই অনেক মজার এবং এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। ভাষা একটি সেতুর মতো যা দুটি ভিন্ন সংস্কৃতির মানুষকে সংযুক্ত করে। তাছাড়া নতুন ভাষা শেখা শুরু করলে আপনার অভিজ্ঞতা বা জ্ঞান ভান্ডার, বন্ধু বা চাকরি পাবার সম্ভাবনাও বেড়ে যাবে। আর ভাষার প্রধান কাজ হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ  স্থাপন করানো। নিজের মনের ইচ্ছা প্রকাশ করা অন্যের কাছে এই গুরু দায়িত্ব পালন করে থাকে ভাষা। তবে পৃথিবী প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি ভাষা আছে আছে আরো বহু উপভাষা কিংবা ভাষাদের আঞ্চলিকরুপ। তাহলে সবচাইতে কঠিন কোন ভাষাটি বা ভাষাগুলো? ভাষা সহজ না কঠিন এইটা নির্ণয় করা কঠিন। কারণ এইটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন আমরা ভাষাগতভাবে বাঙালী, যেহেতু বাংলার সবচাইতে কাছাকাছি ভাষা হিন্দি তাই আমাদের কাছে শিখতে সবচাইতে সহজ লাগবে হিন্দি কারণ এর সাথে আমাদের অনেক শব্দার্থ ও ব্যাকরণ মিল লক্ষণীয়। তবে একজন ইংলিশ অথব ফ্রেন্স কইয়ে লোকের কাছে হিন্দিকে মনে হবে ভিনগ্রহীর ভাষার মতই কঠিন।  তবে এই আর্টিকেল এ যে লিস্টই করা হবে তা হবে হলো ইংরেজি থেকে অন্য ভাষা শেখা কতটা কঠিন তার উপর ভিত্তি করে। মানে এ...