পাপুয়া নিউ গিনির আদ্যোপান্ত
পাপুয়া নিউ গিনি এর আদ্যোপান্ত। পাপুয়া নিউ গিনি পৃথিবীর স্বাধীন ও সার্বভৌম দেশ। এই দেশ সংবাদে খুব কম আসলেও এটির প্রভাব বিশ্বে ঠিকই রয়েছে। আজকে পাপুয়া নিউ গিনি সম্পর্কে জানবো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম পাপুয়া নিউ গিনি (New guinea) আর প্রথম বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড।আফ্রিকার গিনি অঞ্চলের মানুষের সাথে এখানকার মানুষের মিল থাকায় এর নাম দেয়া হয় নয়া গিনি। যার অবস্থান ওশেনিয়া মহাদেশে। নিউ গিনি দ্বীপের আয়তন ৭৮৫,৭৫৩ বর্গকিলোমিটার। এই দ্বীপের প্রায় অর্ধেকাংশ নিয়েই গঠিত হয়েছে পাপুয়া নিউগিনি। আর এই দ্বীপের ওয়েস্ট পাপুয়া ও পাপুয়া অঞ্চল ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত। অতএব দেখা যাচ্ছে পাপুয়া নিউগিনির সাথে ল্যান্ড বর্ডার আছে শুধুমাত্র ইন্দোনেশিয়ার সাথে। পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় ১১১কিমি দূরে অবস্থিত। পাপুয়া নিউ গিনির ৬০০ এরও অধিক দ্বীপ রয়েছে যা ছড়িয়ে রয়েছে মেলানেশিয়া অঞ্চল জুড়ে। আর এর স্বায়ত্তশাসিত দ্বীপের নাম বুগেনভিল,যার অবস্থান সলোমোন দ্বীপপুঞ্জের নিকটে। শুরুতে বুগেনভিল স্বাধীন রাষ্ট্র হতে চাইলেও পরে এটিকে পাপুয়া নিউগিনির সাথে অন্তর্ভুক্ত করা হয়। ১৮৮৪ সাল থেক ...