Posts

Showing posts from March, 2020

মেলানেশিয়া অঞ্চল পরিচিতি

Image
মেলানেশিয়া হলো ওশেনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত একটি অঞ্চল। ওশেনিয়া মহাদেশকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করার হয় তার মধ্যে মেলানেশিয়া অন্যতম একটি। মেলানেশিয়া অঞ্চলে স্বাধীন দেশ ছাড়াও কয়েকটি দেশের অঞ্চল রয়েছে। মেলানেশিয়া অঞ্চলে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে পাঁচটি।যথাঃ পাপুয়া নিউ গিনি, ফিজি,ভানুয়াতু,সোলোমন দ্বীপপুঞ্জ ও পূর্ব তিমুর [সূত্র : উইকিপিডিয়া ]। তাছাড়া ফ্রান্সের অধিভুক্ত দ্বীপ নিউ ক্যালিডোনিয়া এখানে অবস্থিত।  এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলও এই মেলানেশিয়ায় অবস্থিত। নির্দিষ্টভাবে বললে ওয়েস্ট নিউগিনি অঞ্চল ও মালুকু মেলানেশিয়া তে অবস্থিত। নিউ গিনি দ্বীপ থেকে পলিনেশিয়া আর ওদিকে মাইক্রোনেশিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। এটিও একটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। মেলানেশিয়া শব্দটি প্রথম ব্যাবহার করে ১৮৩২ সালে ফ্রেন্স নাবিক জুলস ডুমন্ট। তিনি মনে করেছিলেন এখানকার জনগোষ্ঠি পলিনেশিয়া অথবা মাইক্রোনেশিয়া থেকেই উদ্ভুত।  মেলানেশিয়া শব্দটি গ্রীক শব্দ থেকে এসেছে। যার অর্থ কৃষ্ণ বর্ণের লোক। যদিও ইউরোপিয়ানরা এই অঞ্চলকে বর্ণ দিয়া বিবেচিত করেন না শুদুমাত্র বিচিত্র অঞ্চল বলেই বিবেচনা করেন। ...

ওশেনিয়া মহাদেশ পরিচিত।

Image
আজকে ওশেনিয়া মহাদেশ নিয়ে আলোচনা করা হবে। এমন সব তথ্য উপস্থাপন করা হবে যেগুলো না জানলেই নয়। বাকি সকল মহাদেশই উত্তর গোলার্ধে অবস্থিত কিন্তু ওশেনিয়া মহাদেশ অবস্থিত দক্ষিণ গোলার্ধে। আর মকর ক্রান্তি রেখা এর প্রায় মাঝ বরাবর দিয়ে অতিক্রম করেছে।  ওশেনিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ। ওশেনিয়া মহেদেশের সবচেয়ে বড় দেশ হলো অস্ট্রেলিয়া। অনেকে এটিকে অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে ভেবে ভুল করে।  এর বিশাল বা প্রাত পুরো অংশই জুড়ে আছে অস্ট্রেলিয়া দেশটি। ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ সংখ্যা চৌদ্দটি। এদের মধ্যে সবগুলোই দ্বীপ রাষ্ট্র।  ওশেনিয়া মহাদেশকে প্রবাল প্রাচীরের মহাদেশ বলা হয়। পৃথিবীর সবচাইতে বড় প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রীফ এই মহাদেশেই যেহেতু অবস্থিত। ওশেনিয়া মহাদেশকে চারটি প্রধান অঞ্চলে বিভক্ত করা হয়। এই মহাদেশটি প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে অবস্থিত। পাঁচটি অঞ্চল গুলো হলো ঃ ১. মেলানেশিয়া 2. মাইক্রোনেশিয়া 3. পলিনেশিয়া 4. অস্ট্রেলিয়া 5. নিউজিল্যান্ড নিচে এই অঞ্চল গুলো সম্পর্কে আলোচনা করা হলো।  মেলানেশিয়া মেলানেশিয়া অর্থ হ...

করোনা ভাইরাস ও বর্তমান বিশ্ব।

Image
করোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়ঙ্কর আকার ধারণ করেছে, রূপ নিয়েছে মহামারীতে। এই মূহূর্তে করোনা নামক দাবানলে জ্বলছে পুরো বিশ্ব। যারা কিনা পৃথিবীর বুকে মহাপরাক্রমশালী বলে চিহ্নিত করোনা যেনো তাদেরই আগে নাকানিচুাবানী দিচ্ছে। তবে ধীরে ধীরে প্রবেশ করছে স্বল্প আয়ের দেশ গুলোতে। সহজেই অনুমেয় যে যদি কোনোভানে স্বল্প-আয়ের দেশ যেমন বাংলাদেশে যদি এই মহামারীটি প্রবেশ করে তাহলে কি অবস্থা হতে পারে। করোনা ভাইরাস শুধু নাম বদলে কোভিড-১৯ ই হয় নি বিজ্ঞানীরা ধারণা করছেন এটি মিউটেশনের ফলে আরো শক্তিশালী হচ্ছে। কোনো কোনো গবেষণা বলছে কোভিড-১৯ গ্রীষ্মে টিকতে পারবে না আবার কোনোটি বলছে পারবে। কোনো গবেষণা বলছে এটিতে শুধু ঝুকিতে আছে বৃদ্ধরা আবার আজকেই দেখা গেলো স্প্যানিশ ফুটবল দলের কোচ ফ্রান্সিসকো গার্সিয়া একুশ বছর বয়সে করোনায় মৃত্যু বরণ করলেন। এত ধুয়াশার মাঝে কোনো তথ্যই যেনো বিশ্বাস করা যায় না। এ পর্যন্ত চায়নাতে ৪০০০ এরও বেশি মানুষ মারা গেছে করোনা ভাইরাসের তাণ্ডবে আর ইতালি যেনো দ্বিতীয় মৃত্যুপুরী সেখানে ২৫০০+ এরও বেশি মানুষ মারা গেছে। করোমার ভয়াবহতা এতটাই যে পৃথিবীর বাঘা বাঘা লোক বা ইম্পর্টেন্ট পার্সোনরাও এর জন্য ঘ...

যে পাঁচটি ভাষা সেখা সবচেয়ে কঠিন

Image
নতুন ভাষা শেখা আসলেই অনেক মজার এবং এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। ভাষা একটি সেতুর মতো যা দুটি ভিন্ন সংস্কৃতির মানুষকে সংযুক্ত করে। তাছাড়া নতুন ভাষা শেখা শুরু করলে আপনার অভিজ্ঞতা বা জ্ঞান ভান্ডার, বন্ধু বা চাকরি পাবার সম্ভাবনাও বেড়ে যাবে। আর ভাষার প্রধান কাজ হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ  স্থাপন করানো। নিজের মনের ইচ্ছা প্রকাশ করা অন্যের কাছে এই গুরু দায়িত্ব পালন করে থাকে ভাষা। তবে পৃথিবী প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি ভাষা আছে আছে আরো বহু উপভাষা কিংবা ভাষাদের আঞ্চলিকরুপ। তাহলে সবচাইতে কঠিন কোন ভাষাটি বা ভাষাগুলো? ভাষা সহজ না কঠিন এইটা নির্ণয় করা কঠিন। কারণ এইটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন আমরা ভাষাগতভাবে বাঙালী, যেহেতু বাংলার সবচাইতে কাছাকাছি ভাষা হিন্দি তাই আমাদের কাছে শিখতে সবচাইতে সহজ লাগবে হিন্দি কারণ এর সাথে আমাদের অনেক শব্দার্থ ও ব্যাকরণ মিল লক্ষণীয়। তবে একজন ইংলিশ অথব ফ্রেন্স কইয়ে লোকের কাছে হিন্দিকে মনে হবে ভিনগ্রহীর ভাষার মতই কঠিন।  তবে এই আর্টিকেল এ যে লিস্টই করা হবে তা হবে হলো ইংরেজি থেকে অন্য ভাষা শেখা কতটা কঠিন তার উপর ভিত্তি করে। মানে এ...

ইউটিউব থেকে আয় করার উপায়।

Image
ইউটিউব একটি ভিডিও শেয়ারিং সোসাইল সাইট। যার অর্থ হচ্ছে এখানে যে কেউ বিনামূল্যে ভিডিও আপ্লোড করতে পারবে। ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। বর্তমানে বহু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটিং কোম্পানী ইউটিউবে তাদের কাজ গুলোকে আপ্লোড করছে। এবং ব্যাক্তিগত পর্যায়ে বহু মানুষ এখানে তাদের ট্যালেন্টকে ভিডিও কন্টেন্টে রুপ দিয়ে লুফে নিচ্ছে আকাশ্চুম্বী জনপ্রিয়তা ও উপার্জন করে নিচ্ছে টাকা। ইউটিউবে একাউন্ট বা চ্যানেল খোলা একদমই সোজা।যেহেতু ইউটিউবের মালিকানা গুগলের কাছে সেহেতু ইউটিউবে চ্যানেল খুলতে আপনার দরকার একটি জিমেইল একাউন্ট। এর মাধ্যমে আপনি সহজেই ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে আপনার লাগবে কন্টেন্ট,ভিডিও কন্টেন্ট। যেহেতু ইউটিউব ভিডিও শেয়ারি সাইট সেহেতু আপনাকে এখানে এমন সব ভিডিও আপ্লোড করতে হবে যা সম্পূর্ণ আপনার নিজের এবং যা অন্যের জন্য উপকারী। ইউটিউবকে ব্যাবহার করে বহু উপায়ে আয় করা যায়। তার মধ্যে কয়েকটি হলো এফিলিয়েট প্রোগ্রাম,পণ্য প্রমোট করা,গুগল এডসেনশ ইত্যাদি। এই আর্টিকেলটি শুধু মাত্র নতুন্দের জন্য লেখা হয়েছে। যারা পেশাদার তারা এড়িয়ে যেতে পারেন...

জেনে নিন দেশের ভিতরে যত দেশ

Image
আজকে এই আর্টিকেলে ইনক্লেইভ দেশ বা ছিটমল দেশ নিয়ে আলোচনা করা হবে। মানচিত্র ঘাটলে দেখা যায় যে ছিটমল সাধারণ একটা বিষয়। তবে ছিটমল দেশ সত্যি আমাদের অবাক করে। ছিটমহল কী? ছিটমহল হলো এমন একটি অঞ্চল যেটি একদেশের অংশ তবে অবস্থিত অন্য দেশে। সহজ করে বলতে গেলে এমন বলতে হবে যে একটা দেশের জমি অন্য দেশ দ্বারা বেষ্টিত থাকলে বেষ্টিত অঞ্চলকেই বলা হবে ছিটমহল। আর পৃথিবীতে এমন তিনটি স্বাধীনদেশ রয়েছে যারা স্বাধীন তবে কোনো একদেশের ভূখণ্ডের অভ্যন্তরে। এমন নজির সত্যিই বিশ্বয়ের জন্ম দেয়। কারণ কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সার্বভৌমত্বের এমন খাতির করা হয়। আমরা সবাই ভ্যাটিকান এর নাম শুনেছি বা ভ্যাটিক্যান সিটির নাম শুনেছি। ভ্যাটিকান হলো পৃথিবীর সবথেকে ছোটো স্বাধীনদেশ। এর আয়তন এক বর্গকিমির কম। এটিও একটি এনক্লেইভ কান্ট্রি। স্যান মারিনোও একটি এনক্লেইভ কান্ট্রি। এর পর আশে লেসেথো। নিচে এদের নিয়ে আলোচনা করা হবে। তার আগে আয়তনভেদে ক্রমানুসারে সাজানো যাক। ১. লেসেথো (Lesetho) 2. স্যান মারিনো (San marino) 3.  ভ্যাটিকান সিটি ( Vatican City) লেসেথো  (Lesetho) Lesetho এর অ...

একবিংশ শতাব্দীতে স্বাধীন হওয়া তিন দেশ।

Image
বিদ্র: ফটোর পতাকা কাল্পনিক। বিংশ শতাব্দীতে এসে শুরু হলো ঔপনিবেশিক তার হাত থেকে মুক্তির সংগ্রাম। নিজে নিজে পথ চলার সংগ্রাম। বিংশ শতাব্দীতেই এই ধরিত্রী সাক্ষী হয়েছে দুটো রক্তক্ষয়ী বিশ্ব যুদ্ধের। আর এই বিংশ শতাব্দীতেই স্বাধীন হয়েছে বহু দেশ। আর এই বিংশ শতাব্দীতেই তৈরি হয়েছে জাতিসংঘ। একবিংশ শতাব্দীর শুরুতে স্বাধীন হয় এশিয়ার তিমুর লেসতে বা পূর্ব তিমুর (East Timor/Timor Leste)। এর পর স্বাধীন হয় ইউরোপিয় ভূখণ্ডে কসোভো। যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে নিচে আলোচনা করা হবে।  এর পর গৃহযুদ্ধে আর রক্তক্ষয়ের পরে স্বাধীন হয় বৈচিত্রময় দেশ দক্ষিণসুদান। এটি শুধু আফ্রিকার বুকেই নয় সারা পৃথিবীর সর্ব কনিষ্ঠদেশ। যদি বয়োজ্যেষ্ঠ থেকে সর্বকনিষ্ট ক্রমে সাজাই তাহলে পাবো। 1. পূর্ব তিমুর (East Timor) - ২০ই মে,২০০২ 2. কসোভো ( Kosovo) - ১৭ই ফেব্রুয়ারি,২০০৮ 3. দক্ষিণ সুদান ( south sudan) - জুলাই ৯,২০১১  পূর্ব তিমুর (East Timor/ Timor Leste) তিমুর লেসতে বা পূর্ব তিমুর অবস্থিত এশিয়া মহাদেশে। এটির সাথে ইন্দোনেশিয়ান তিমুরের ভূসীমা রয়েছে। এবং এর সাথে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার কোস্টলাইন রয়েছ...

মার্কেটপ্লেসে আয়ের সেরা পাঁচটি কাজ

Image
অনলাইনে ক্যারিয়ার গড়তে সবাই ঝুকছে ফ্রিল্যান্সিং এর দিকে। আর নিজের ভার্চুয়াল প্রোডাক্ট বিক্রি করতে বেছে নিচ্ছে অনলাইন মার্কেটপ্লেস। নির্দিষ্ট কাজের প্রতি দক্ষতা লক্ষ্য অটুট আর ধৈর্য থাকলেই সহজেই নিজের স্বপ্নের শেখরে পৌছানো সম্ভব।  মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। আপনি এই মার্কেটপ্লেসগুলি ঘাটেই দেখতে পারেন কত রকমের কাজ সেখানে পাওয়া যায়। সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেসের কাতারে রয়েছে ফাইভার (Fiverr),ফ্রিল্যান্সার (  freelancer),আপওয়ার্ক ( upwork) ইত্যাদি। নিজে এমন সেরা সাতটি কাজ দেয়া হলো যেগুলো তুলনামূলক সহজ। এগুলোর থেকে যেকোনো একটি নিয়ে শুরু করতে পারেন আপনার অনলাইন আয়ের যাত্রা। # ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং বর্তমানে প্রতিনিয়ত প্রায় সবকাজের জন্যই একটি ওয়েবসাইটের প্রয়োজন। আর এই প্রয়োজনবোধ থেকেই ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন পরে। ওয়েবসাইট তৈরি করার সহজ ও সহজলভ্য হলো কোনো সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সাইট দ্বারা। আর ওয়ার্ডপ্রেস হলো সবথেকে সহজ  আর বিখ্যাত সিএমএস। তাই সবাই ঝুকে থাকে এর দিকে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে সুন্দর ওয়েবসাইট ডিজাইন ক...

প্রদেশ নয় এমন উল্লেখযোগ্য মার্কিন অঞ্চলসমূহ

Image
আমরা সকলেই জানি যে জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চাশটি প্রদেশ নিয়ে গঠিত। তবে পঞ্চাশটি প্রদেশ ছাড়াও যে যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অধিকৃত অঞ্চল রয়েছে তা আমরা কজন জানি? চলুন যেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল সম্পর্কে যেগুলো প্রদেশ নয় কিংবা যুক্তরাষ্ট্রের মূল ভূমিতেও নেই। ( এই লেখাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক স্থানে শুধুমাত্র   আমেরিকা বলে সম্বোধন করা হয়েছে। তাই আমেরিকা বলতে এখানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকেই বুঝানো হয়েছে) আমেরিকার সর্বশেষ প্রদেশ হলো হাওয়াই দ্বীপপুঞ্জ বা শুধু হাওয়াই।এর রাজধানী হলো হনুলুলু।এটিই আমেরিকার একমাত্র প্রদেশ যেটি মেইনল্যান্ড বা মূলভূমি থেকে আলাদা।  আমেরিকার এমন অনেকগুলো অঞ্চল রয়েছে যেগুলো প্রদেশ নয় তবে তা আমেরিকার অধিভুক্ত অঞ্চল। এখানে প্রধান পাঁচটি আমেরিকার প্রদেশ নিয়ে আলোচনা করা হবে। সেগুলো হলো: 1. পোর্তো রিকো (Puerto rico) 2. গুয়াম (Guam) 3. উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ (Northern Marian Islands) 4. ইউ.এস ভার্জিন দ্বীপপুঞ্জ ( U.S. virgin islands) 5. মার্কিন সামোয়া (American Samoa) উপরের প্রত্যেকটি অঞ্চলই দ্বীপাঞ...