মেলানেশিয়া অঞ্চল পরিচিতি
মেলানেশিয়া হলো ওশেনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত একটি অঞ্চল। ওশেনিয়া মহাদেশকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করার হয় তার মধ্যে মেলানেশিয়া অন্যতম একটি। মেলানেশিয়া অঞ্চলে স্বাধীন দেশ ছাড়াও কয়েকটি দেশের অঞ্চল রয়েছে। মেলানেশিয়া অঞ্চলে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে পাঁচটি।যথাঃ পাপুয়া নিউ গিনি, ফিজি,ভানুয়াতু,সোলোমন দ্বীপপুঞ্জ ও পূর্ব তিমুর [সূত্র : উইকিপিডিয়া ]। তাছাড়া ফ্রান্সের অধিভুক্ত দ্বীপ নিউ ক্যালিডোনিয়া এখানে অবস্থিত। এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলও এই মেলানেশিয়ায় অবস্থিত। নির্দিষ্টভাবে বললে ওয়েস্ট নিউগিনি অঞ্চল ও মালুকু মেলানেশিয়া তে অবস্থিত। নিউ গিনি দ্বীপ থেকে পলিনেশিয়া আর ওদিকে মাইক্রোনেশিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। এটিও একটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। মেলানেশিয়া শব্দটি প্রথম ব্যাবহার করে ১৮৩২ সালে ফ্রেন্স নাবিক জুলস ডুমন্ট। তিনি মনে করেছিলেন এখানকার জনগোষ্ঠি পলিনেশিয়া অথবা মাইক্রোনেশিয়া থেকেই উদ্ভুত। মেলানেশিয়া শব্দটি গ্রীক শব্দ থেকে এসেছে। যার অর্থ কৃষ্ণ বর্ণের লোক। যদিও ইউরোপিয়ানরা এই অঞ্চলকে বর্ণ দিয়া বিবেচিত করেন না শুদুমাত্র বিচিত্র অঞ্চল বলেই বিবেচনা করেন। ...