করোনা ভাইরাস ও বর্তমান বিশ্ব।
করোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়ঙ্কর আকার ধারণ করেছে, রূপ নিয়েছে মহামারীতে। এই মূহূর্তে করোনা নামক দাবানলে জ্বলছে পুরো বিশ্ব। যারা কিনা পৃথিবীর বুকে মহাপরাক্রমশালী বলে চিহ্নিত করোনা যেনো তাদেরই আগে নাকানিচুাবানী দিচ্ছে। তবে ধীরে ধীরে প্রবেশ করছে স্বল্প আয়ের দেশ গুলোতে। সহজেই অনুমেয় যে যদি কোনোভানে স্বল্প-আয়ের দেশ যেমন বাংলাদেশে যদি এই মহামারীটি প্রবেশ করে তাহলে কি অবস্থা হতে পারে।
করোনা ভাইরাস শুধু নাম বদলে কোভিড-১৯ ই হয় নি বিজ্ঞানীরা ধারণা করছেন এটি মিউটেশনের ফলে আরো শক্তিশালী হচ্ছে। কোনো কোনো গবেষণা বলছে কোভিড-১৯ গ্রীষ্মে টিকতে পারবে না আবার কোনোটি বলছে পারবে। কোনো গবেষণা বলছে এটিতে শুধু ঝুকিতে আছে বৃদ্ধরা আবার আজকেই দেখা গেলো স্প্যানিশ ফুটবল দলের কোচ ফ্রান্সিসকো গার্সিয়া একুশ বছর বয়সে করোনায় মৃত্যু বরণ করলেন। এত ধুয়াশার মাঝে কোনো তথ্যই যেনো বিশ্বাস করা যায় না। এ পর্যন্ত চায়নাতে ৪০০০ এরও বেশি মানুষ মারা গেছে করোনা ভাইরাসের তাণ্ডবে আর ইতালি যেনো দ্বিতীয় মৃত্যুপুরী সেখানে ২৫০০+ এরও বেশি মানুষ মারা গেছে।
করোমার ভয়াবহতা এতটাই যে পৃথিবীর বাঘা বাঘা লোক বা ইম্পর্টেন্ট পার্সোনরাও এর জন্য ঘরবন্ধী হয়ে পড়তে হয়েছে। কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনা পজিটিভ। ক্রিশ্চিয়ানো রোনালদো আছে কোয়ারেন্টিনে। তাছাড়া বিশ্বব্যাপী হাজারো মানুষের মৃত্যু কোরোনার তাণ্ডবের কথা আমাদের আবার ভাবতে বলে। কোভিড-১৯ এর এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বের হয় নি। আর কয়েকমাসের মধ্যে বের হবার সম্ভাবনাও নেই। বছরখানে লেগে যেতে পারে। তবে এখন যা করণী হচ্ছে তা হলো সংক্রমিত না হওয়া কিংবা সংক্রমিত হলে চিকিৎসা নেয়া। এতগুলো দুঃসংবাদের মধ্যে সুসংবাদ হলো চিকিৎসা নিয়ে সুস্থ হবার সম্ভাবনা প্রায় ৯৮%।
এর প্রতিকার বা সংক্রমিত না হতে হলে বিশেষজ্ঞরা কিছু উপদেশ দিয়েছেন। তারমধ্যে হলো সহজে ঘর থেকে বের না হওয়া। যেহেতু কোরোনা বায়ুর মাধ্যমেও ছড়াতে পারে সেহেতু বাইরে যত্রতত্র ভাবে বের না হওয়াই উত্তম। তাছাড়া পাব্লিক টান্সপোর্ট ইত্যাদি থেকেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে। আর ঘন ঘন হাত ধুতে হবে। হ্যান্ডস্যানিটাইজার অথবা সাবান কোরোনা মেরে ফেলতে সক্ষম। অতএব বারবার হাত ধুয়াই হবে বুদ্ধিমানের কাজ। যেহেতু কোরোনা ভাইরাস আক্রমন শুরু করে গলা থেকে সেহেতু কোনো ভাবেই এই ভাইরাসকে দেহের অভ্যন্তরে যেতে না দেয়। হাত কখনোই মুখে লাগানো যাবে না। এতে কোরোনাকে এক ধাপ এগিয়ে দেয়া হবে। কোরোনা চারদিন পর্যন্ত গলায় থেকে পরে ফুসফুসকে আক্রান্ত করবার জন্য ধাবিত হয়। বিশেষজ্ঞরা বলছেন মাস্ক কোরোনা সংক্রামক থেকে ঠেকাতে পারবে না। মাস্ক হলো তাদের জন্ত যারা আক্রান্ত হয়েছে। তবে ধুলোবালি থেকে বাচতে মাস্ক ব্যাবহার করাই যেতে পারে৷ এতে মানসিক ভাবে অন্তত প্রশান্তি মিলবে।
করোনা ভাইরাদের লক্ষণগুলো মিলে গেলে দেরী না করে ডাক্তারের কাছে যান। আর ভুলেও বিদেশফেরত প্রবাসীদের কাছে যাবেন না। তাদের কুয়ারেন্টিনে থাকার পরমার্শ দিন৷
You can even hit them up via Twitter - they reply to social-media inquiries. If you're on the lookout for a premium-level, real-money slot to sink your enamel into, look no further than the 777 Deluxe sport. It's 바카라사이트 good to be a crypto consumer on Cafe Casino since you are greeted with a 350% match bonus of a lot as} $2,500 as model new} participant. Fiat users are additionally in for a deal with, albeit a smaller one, going a lot as} $1,500 at a 250% match rate.
ReplyDelete