ইউটিউব থেকে আয় করার উপায়।
ইউটিউব একটি ভিডিও শেয়ারিং সোসাইল সাইট। যার অর্থ হচ্ছে এখানে যে কেউ বিনামূল্যে ভিডিও আপ্লোড করতে পারবে। ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট।
বর্তমানে বহু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটিং কোম্পানী ইউটিউবে তাদের কাজ গুলোকে আপ্লোড করছে। এবং ব্যাক্তিগত পর্যায়ে বহু মানুষ এখানে তাদের ট্যালেন্টকে ভিডিও কন্টেন্টে রুপ দিয়ে লুফে নিচ্ছে আকাশ্চুম্বী জনপ্রিয়তা ও উপার্জন করে নিচ্ছে টাকা।
ইউটিউবে একাউন্ট বা চ্যানেল খোলা একদমই সোজা।যেহেতু ইউটিউবের মালিকানা গুগলের কাছে সেহেতু ইউটিউবে চ্যানেল খুলতে আপনার দরকার একটি জিমেইল একাউন্ট। এর মাধ্যমে আপনি সহজেই ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন।
চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে আপনার লাগবে কন্টেন্ট,ভিডিও কন্টেন্ট। যেহেতু ইউটিউব ভিডিও শেয়ারি সাইট সেহেতু আপনাকে এখানে এমন সব ভিডিও আপ্লোড করতে হবে যা সম্পূর্ণ আপনার নিজের এবং যা অন্যের জন্য উপকারী।
ইউটিউবকে ব্যাবহার করে বহু উপায়ে আয় করা যায়। তার মধ্যে কয়েকটি হলো এফিলিয়েট প্রোগ্রাম,পণ্য প্রমোট করা,গুগল এডসেনশ ইত্যাদি।
এই আর্টিকেলটি শুধু মাত্র নতুন্দের জন্য লেখা হয়েছে। যারা পেশাদার তারা এড়িয়ে যেতে পারেন অথবা কমেন্টে নতুন তথ্য সংযোগ বা সাজেশন দিয়ে সাহায্য করতে পারেন ধন্যবাদ।
ইউটিউবে এফিলিয়েট মার্কেটিং
আপনার ইউটিউব চ্যানেলে যদি বিভিন্ন পণ্য বা সেবা নিয়ে পর্যালোচনা হয়ে থাকে। বা আপনি কোনো পণ্য নিয়ে আলোচনা করতেছেন তাহলে আপনি আমাজন.কম বা আলিবাবা.কম এসব ওয়েবসাইট এর পণ্য প্রমোট করতে পারেন।যদি আপনার প্রমোট করা লিঙ্ক থেকে কেউ পণ্যটি কেনে তাহলে তারা আপনাকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা কমিশন হিসেবে দিবে।
বর্তমানে বহু ইউটিউব চ্যানেল বা ইউটিউবার রা এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন করছে। কারণ এফিলিয়েট মার্কেনিং করা খুবই কার্যকরী এবং একটা প্যাসিভ ইনকাম করা যায়। ইউটিউবে আয়ের সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে এফিলিয়েট মার্কেটিং।
পণ্য বা ব্র্যান্ড প্রমোটিং
আপনার চ্যানেলের যদি বহু অডিয়েন্স থাকে এবং খুব ভালো প্রতিক্রিয়া পান অডিয়েন্সের কাছে তাহলে বিভিন্ন প্রোডাক্ট কোম্পানি তাদের পাব্লিসিটির জন্য আপনার চ্যানেলকে বেছে নিতে চাইবে। তবে এরজন্য আপনার চ্যানেলকে একটু বড় হতে হবে।
আপনার চ্যানেলের যদি বহু অডিয়েন্স থাকে এবং খুব ভালো প্রতিক্রিয়া পান অডিয়েন্সের কাছে তাহলে বিভিন্ন প্রোডাক্ট কোম্পানি তাদের পাব্লিসিটির জন্য আপনার চ্যানেলকে বেছে নিতে চাইবে। তবে এরজন্য আপনার চ্যানেলকে একটু বড় হতে হবে।
পণ্য প্রোমোট করে ভালো মানের উপার্জন করা যায়। বর্তমানে বাংলাদেশের প্রতিটি বড় ইউটিউব চ্যানেলই কোনো না কোনো ব্র্যান্ড বা পন্যকে প্রমোট করছেই। যার ফলে সেই পন্যের কাছে থেকে ইউটিউন চ্যানেলটি বড় মানের উপার্জন করে থাকে।
গুগল এডসেন্স
উপরের যে দুইটি আর্নিং এর উপায় বলা হয়েছে প্রতিটির জন্য আপনার চ্যানেলকে বড় হতে হবে।কিন্তু এখন যে পদ্ধতিটি বলা হবে সেটির জন্য চ্যানেল তৈরির কয়েদিনের মধ্যেই আয় করতে পারবেন।
ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনার চ্যানেল যদি গুগল এডসেন্স এর কয়েকটি শর্ত পূরণ করতে পারে তাহলেই আপনি এডসেন্সে পেয়ে যাবেন। তার আগে আলোচনা করা উচিত এডসেন্স কি?
এডসেন্স হলো গুগলের একটি এড নেটওয়ার্ক। আপনি যখন আপনার চ্যানেলটি গুগল এডসেন্সে সাবমিট করবেন তখন এডসেন্স আপনার সাইটি পর্যালোচনা করে এপ্রুব করলেই এডসেন্স আপনার ভিডিও কন্টেন্টে, চ্যানেলে এড শো করাবে। আপনার অডিয়েন্স্রা যখন এড দেখবে সেখানে ভিজিট করবে তখন আপনার ইনকাম হবে। এখানে খুব সংক্্ষেপে এডসেন্স নিয়ে বলা হয়েছে।
ইউটিউব চ্যানেল এডসেন্সে এপ্রুভালের জন্য কিছু শর্ত রয়েছে সেগুলো হলো,আপনার চ্যানেলে কোনো কপিরাইটেড কন্টেন্ট থাকতে পারবে না। আপনার চ্যানেলটির এক হাজার সাবস্ক্রাইব লাগবে ও ভিডিও ওয়াচ টাইম হতে হবে ৪০০০ ঘণ্টা।
উপরোক্ত শর্তগুলি পূরণ করার পর যখন এডসেন্সে চ্যানেল সাবমিট করবেন তারপরে এডসেন্স এপ্রুভাল দিলে আপনার চ্যানেল এড শো করবে। শুরু হবে আপনার ইনকাম। যত বেশি ভিউ হবে তত বেশি ইনকাম।
উপরে শুধুমাত্র মৌলিক ধারণা দিয়ে সংক্্ষিপ্ত ধারণা দেয়া হয়েছে। আপনি শুধু যে একটা উপায়ে উপার্জন করতে হবে সেরকমটা নয় আপনি চাইলে একাধিক উপায় ব্যাবহার করতে পারেন অথবা সবগুলোই ব্যাবহার করতে পারবেন।
-Kaiser Nadim
-Kaiser Nadim
A hand pay happens when the quantity of the payout exceeds the maximum quantity that was preset by the slot machine's operator. Usually, the maximum quantity is about on the stage the place the operator must begin to deduct taxes. A hand pay additionally be|may be|is also} 빅카지노 needed as a result of|because of|on account of} a brief pay. Remain informed about the entire newest news, special occasions, extraordinary adventures, and be the first to obtain choose offers from Parq Vancouver. In honor of your service, Seminole Hard Rock Hotel & Casino Tampa offers reductions of as much as} 10% for hotel rooms to all Military personnel yr spherical. Celebrate the holiday season in a picture-perfect winter wonderland featuring real snow, vacation games, rides, and treats!
ReplyDelete