ওশেনিয়া মহাদেশ পরিচিত।
আজকে ওশেনিয়া মহাদেশ নিয়ে আলোচনা করা হবে। এমন সব তথ্য উপস্থাপন করা হবে যেগুলো না জানলেই নয়।
বাকি সকল মহাদেশই উত্তর গোলার্ধে অবস্থিত কিন্তু ওশেনিয়া মহাদেশ অবস্থিত দক্ষিণ গোলার্ধে। আর মকর ক্রান্তি রেখা এর প্রায় মাঝ বরাবর দিয়ে অতিক্রম করেছে।
ওশেনিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ। ওশেনিয়া মহেদেশের সবচেয়ে বড় দেশ হলো অস্ট্রেলিয়া। অনেকে এটিকে অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে ভেবে ভুল করে। এর বিশাল বা প্রাত পুরো অংশই জুড়ে আছে অস্ট্রেলিয়া দেশটি। ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ সংখ্যা চৌদ্দটি। এদের মধ্যে সবগুলোই দ্বীপ রাষ্ট্র।
ওশেনিয়া মহাদেশকে প্রবাল প্রাচীরের মহাদেশ বলা হয়। পৃথিবীর সবচাইতে বড় প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রীফ এই মহাদেশেই যেহেতু অবস্থিত।
ওশেনিয়া মহাদেশকে চারটি প্রধান অঞ্চলে বিভক্ত করা হয়। এই মহাদেশটি প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে অবস্থিত। পাঁচটি অঞ্চল গুলো হলো ঃ
১. মেলানেশিয়া
2. মাইক্রোনেশিয়া
3. পলিনেশিয়া
4. অস্ট্রেলিয়া
5. নিউজিল্যান্ড
নিচে এই অঞ্চল গুলো সম্পর্কে আলোচনা করা হলো।
2. মাইক্রোনেশিয়া
3. পলিনেশিয়া
4. অস্ট্রেলিয়া
5. নিউজিল্যান্ড
নিচে এই অঞ্চল গুলো সম্পর্কে আলোচনা করা হলো।
মেলানেশিয়া
মেলানেশিয়া অর্থ হল কৃষ্ণবর্ণের দ্বীপ। এখন আধিবাসীরা সাধারণত কৃষ্ণবর্ণের হয়ে থাকে। এই অঞ্চলে দ্বিতীয় সর্বাধিক দেশ পাওয়া যায় ওশেনিয়ার অন্যসব অঞ্চল থেকে। এখানে স্বাধীন দেশেত সংখ্যা মোট চারটি।
১. পাপুয়া নিউগিনি
2. সোলোমন দ্বীপপুঞ্জ
3. ফিজি
4. ভানুয়াতু
পাপুয়া নিউগিনি পাপুয়ায় দ্বীপে অবস্থিত।পাপুয়া নিউ গিনির রাজধানী হলো পোর্ট মরেসবি (Port Moresby)। সোলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হলো হমিনার। ফিজির রাজধানী হলো সুভা (Suva)।ভানুয়াতুর রাজধানী হলো পোর্ট ভিলা।
মাইক্রোনেশিয়া
মাইক্রোনেশিয়া তে সবচেয়ে বেশি দেশ রয়েছে। এর দেশ সংখ্যা পাঁচটি। যথা ঃ
১. নাউরু
2. ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া
3. মার্শাল আইল্যান্ডস
4. কিরিবাতি
5. পালাউ
2. ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া
3. মার্শাল আইল্যান্ডস
4. কিরিবাতি
5. পালাউ
নাউরুর রাজধানীর নাম হলো ইয়ারেন ( Yaren)।ফেডারেলব স্টেটস অব মার্শাল আইল্যান্ডের রাজধানীর নাম পালিকিয়া।মার্শাল আইল্যান্ডের রাজধানী হলো Delep-Ulig-Djerrit. কিরিবাতির রাজধানীর নাম হলো তারাওয়া। পালাউ এর রাজধানী হলো Ngerulmul.
পলিনেশিয়া
পলিনেশিয়া অঞ্চলের দেশ সংখ্যা হলো তিনটি। যথাঃ
১. টঙ্গা
2. ট্যুভালু
3. সামোয়া
টোঙ্গার রাজধানীর নাম হলো নুকুলোটা।ট্যুভালুর রাজধানীর নাম হলো ফুনাফুতি আর সামোয়ার রাজধানীর হলো বিখ্যাত শহর আপিয়া।
2. ট্যুভালু
3. সামোয়া
টোঙ্গার রাজধানীর নাম হলো নুকুলোটা।ট্যুভালুর রাজধানীর নাম হলো ফুনাফুতি আর সামোয়ার রাজধানীর হলো বিখ্যাত শহর আপিয়া।
এরপর অস্ট্রোলিয়া অঞ্চলে রয়েছে অস্ট্রেলিয়া দেশ ও কয়েকটি দ্বীপ। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা।
নিউজিল্যান্ড অঞ্চল জিল্যান্ডিয়া তে অবস্থিত। আর নিউজিল্যান্ড একটু দ্বীপরাষ্ট্র এর রাজধানী ওয়েলিঙটন
Comments
Post a Comment