প্রদেশ নয় এমন উল্লেখযোগ্য মার্কিন অঞ্চলসমূহ
আমরা সকলেই জানি যে জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চাশটি প্রদেশ নিয়ে গঠিত। তবে পঞ্চাশটি প্রদেশ ছাড়াও যে যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অধিকৃত অঞ্চল রয়েছে তা আমরা কজন জানি? চলুন যেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল সম্পর্কে যেগুলো প্রদেশ নয় কিংবা যুক্তরাষ্ট্রের মূল ভূমিতেও নেই।
( এই লেখাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক স্থানে শুধুমাত্র আমেরিকা বলে সম্বোধন করা হয়েছে। তাই আমেরিকা বলতে এখানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকেই বুঝানো হয়েছে)
আমেরিকার সর্বশেষ প্রদেশ হলো হাওয়াই দ্বীপপুঞ্জ বা শুধু হাওয়াই।এর রাজধানী হলো হনুলুলু।এটিই আমেরিকার একমাত্র প্রদেশ যেটি মেইনল্যান্ড বা মূলভূমি থেকে আলাদা।
আমেরিকার এমন অনেকগুলো অঞ্চল রয়েছে যেগুলো প্রদেশ নয় তবে তা আমেরিকার অধিভুক্ত অঞ্চল। এখানে প্রধান পাঁচটি আমেরিকার প্রদেশ নিয়ে আলোচনা করা হবে। সেগুলো হলো:
1. পোর্তো রিকো (Puerto rico)
2. গুয়াম (Guam)
3. উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ (Northern Marian Islands)
4. ইউ.এস ভার্জিন দ্বীপপুঞ্জ ( U.S. virgin islands)
5. মার্কিন সামোয়া (American Samoa)
উপরের প্রত্যেকটি অঞ্চলই দ্বীপাঞ্চল। আয়তনে (ক্ষেত্রফলে) বড় থেক ছোট ক্রমানুসারে সাজানো হয়েছে।
Puerto Rico পোর্তো রিকো
পোর্তো রিকো আমেরিকার অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় অঞ্চল এটি। এর নিজস্ব সংস্কৃতি ও সমৃদ্ধতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এটির নাম 'পোর্তো রিকো' স্প্যানিশ ভাষা থেকে নেয়া যার ইংরেজি অর্থ হলো রিচ পোর্ট( Rich port) অর্থাৎ ধনী বন্দর।
এর ক্ষেত্রফল হলো ৯,১০৪ বর্গকিলোমিটার।এটিই আমেরিকার সবচেয়ে বড় টেরিটোরি যেটি প্রদেশ নয়। এটি আমেরিকার ফ্লোরিডার মায়ামি থেকে ১০০০ মাইল দক্ষিনপূর্বে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উত্তরপূর্বে অবস্থিত। এটি ডোমিনিকান রিপাব্লিক ও ইউএস ভার্জিন আইল্যান্ডস এই অঞ্চলের মাঝে অবস্থিত। ২০১৯ আদমশুমারি মতে এই দ্বীপে বাস করে থাকে ত্রিশ লক্ষরেও অধিক মানুষ। এর মুদ্রার নাম হলো ইউএস ডলার।
এর ক্ষেত্রফল হলো ৯,১০৪ বর্গকিলোমিটার।এটিই আমেরিকার সবচেয়ে বড় টেরিটোরি যেটি প্রদেশ নয়। এটি আমেরিকার ফ্লোরিডার মায়ামি থেকে ১০০০ মাইল দক্ষিনপূর্বে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উত্তরপূর্বে অবস্থিত। এটি ডোমিনিকান রিপাব্লিক ও ইউএস ভার্জিন আইল্যান্ডস এই অঞ্চলের মাঝে অবস্থিত। ২০১৯ আদমশুমারি মতে এই দ্বীপে বাস করে থাকে ত্রিশ লক্ষরেও অধিক মানুষ। এর মুদ্রার নাম হলো ইউএস ডলার।
পোর্তোরিকোর রাজধানীর নাম হলো স্যান জুয়ান (San juan)। এর অফিশিয়াল ভাষা হলো দুটি।যথা স্প্যানিশ ও ইংরেজি। মূলভূমি ছাড়াও ছোটবড় অনেক দ্বীপ নিয়ে পোর্তো রিকো তৈরি হয়েছে।
ক্রিস্টোফার কলোম্বাসের আবিষ্কারের মধ্য দিয়ে এটি দীর্ঘ ৪০০ বছর স্পেনের ওপনিবেশ ছিলো। এসময় ফ্রাঞ্চ,নেদারল্যান্ড,ব্রিটেন দ্বীপটিতে কতৃত্ব নিতে চেয়েও ব্যার্থ হয়। ১৯৫২ সালে এটি আমেরিকার অধীনে চলে আসে।
আপনি কি জানেন যে এই দ্বীপটিতে শ্যুট হয়েছিলো ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা গান "ডেসপাসিতো" এর।
ক্রিস্টোফার কলোম্বাসের আবিষ্কারের মধ্য দিয়ে এটি দীর্ঘ ৪০০ বছর স্পেনের ওপনিবেশ ছিলো। এসময় ফ্রাঞ্চ,নেদারল্যান্ড,ব্রিটেন দ্বীপটিতে কতৃত্ব নিতে চেয়েও ব্যার্থ হয়। ১৯৫২ সালে এটি আমেরিকার অধীনে চলে আসে।
আপনি কি জানেন যে এই দ্বীপটিতে শ্যুট হয়েছিলো ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা গান "ডেসপাসিতো" এর।
Guam ( গুয়াম)
গুয়াম আয়তনের (ক্ষেত্রফল) দিক থেকে দ্বিতীয় বৃহত্তম আমেরিকান টেরিটোরি। এটি মাইক্রোনেশিয়ায় অবস্থিত আমেরিকান অঞ্চল। মাইক্রোনেশিয়া পশ্চিম প্রশান্ত মহাসগরে অবস্থিত। এটি স্বদিচ্ছায় ১৯৮৩ সালে আমেরিকার অঞ্চল হিসেবে যুক্ত হয়। এর আয়তন ৫৪০ বর্গকিলোমিটার। এর জনসংখ্যা ২০১৬ এর আদমশুমারি মতে প্রায় ১৬২,৭৪২ জন। (সূত্রঃ উইকিপিডিয়া)। এর রাজধানী হাগাথনা হলেও সবচেয়ে বড় শহরের নাম দেদেদো (Dededo)। এর অফিশিয়াল ভাষা চামোরো (chamorro) আর ইংরেজি। এখানকার জনগোষ্ঠীর মাঝে ব্যাপক বৈচিত্র লক্ষ করা যায়। এর সিংহভাগ জনগোষ্টী চামোরো জনগোষ্টী প্রায় ৩৭ ভাগ আর ২২.৩% জনগোষ্ঠী হলো ফিলিপিনো। চামোরো আদিবাসীরা প্রায় ৪,০০০ বছর আগে স্পেন থেকে এখানে এসে বসবাস শুরু করে। তবে এটি আবিষ্কার হয় ১৫২১ সালে স্প্যানিশদের মাধ্যমেই।
Northern Marian Islands ( উত্তর মারিয়ানা দীপপুঞ্জ)
উত্তর মারিয়ানা দীপপুঞ্জ এর আয়তন ৪৬৪ বর্গকিলোমিটার। এর জনসংখ্যা ৫৫হাজারের কাছাকাছি। এটি প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলীয় মারিয়ানা আর্কিপ্যালিগো তে অবস্থিত। যদিও এই মারিয়ানা আর্কিপ্যালিগো এর সবচেয়ে বড় দ্বীপ গুয়াম একটি ভিন্ন আমেরিকান অঞ্চল
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এর বেসিরভাগ মানুষ বসবাস করছে সাইপান, টিনিয়ান ও রোটা দ্বীপে। বাকি দ্বীপগুলো প্রায় জনহীন বললেই চলে। তাই এসব অঞ্চলে জনাধিক্য দেখা দিয়েছে। এর ঘোষিত রাজধানী না থাকলেও সাইপান এর ক্যাপিটল হিল নামক স্থানে এর প্রশাসনিক কার্যক্রম হয়ে থাকে।
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এর বেসিরভাগ মানুষ বসবাস করছে সাইপান, টিনিয়ান ও রোটা দ্বীপে। বাকি দ্বীপগুলো প্রায় জনহীন বললেই চলে। তাই এসব অঞ্চলে জনাধিক্য দেখা দিয়েছে। এর ঘোষিত রাজধানী না থাকলেও সাইপান এর ক্যাপিটল হিল নামক স্থানে এর প্রশাসনিক কার্যক্রম হয়ে থাকে।
US virgin islands ( ইউএস ভার্জিন দীপপুঞ্জ)
ইউএস ভার্জিন দীপপুঞ্জ কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সমষ্টি। এটি ভার্জিন আইল্যান্ড আর্কিপ্যালেগোতে অবস্থিত। এটি পোর্তো রিকোর পূর্ব দিকে অবস্থিত। এর আয়তন ৩৪৬.৪ বর্গকিলোমিটার। এখানে বসবাসরত জনসংখ্যা এক লক্ষের অধিক।
এর উল্লেখযোগ্য দ্বীপগুলো হলো ঃ সেইন্ট ক্রোক্স, সেইন্ট জন ও সেইন্ট থোমাস। পূর্বে এটি ড্যানিশ উয়েস্ট ইন্ডিজ এর অংশ ছিলো তবে ১৯৫৪ সালে আমেরিকা এটি ডেনমার্কের কাছে থেকে কিনে নেয়। এর বড় আয়ের উৎস পর্যটন শিল্প। এই দ্বীপপুঞ্জ সম্পর্কে কথিত আছে যে ভার্জিন আইল্যান্ডে মানুষ ভার্জিনিটি হারাতে যায়। মানে এখানে মানুষ প্রচুর মধুচন্দ্রিমায় আসে অথবা বিয়ে করতে আসে।
এর উল্লেখযোগ্য দ্বীপগুলো হলো ঃ সেইন্ট ক্রোক্স, সেইন্ট জন ও সেইন্ট থোমাস। পূর্বে এটি ড্যানিশ উয়েস্ট ইন্ডিজ এর অংশ ছিলো তবে ১৯৫৪ সালে আমেরিকা এটি ডেনমার্কের কাছে থেকে কিনে নেয়। এর বড় আয়ের উৎস পর্যটন শিল্প। এই দ্বীপপুঞ্জ সম্পর্কে কথিত আছে যে ভার্জিন আইল্যান্ডে মানুষ ভার্জিনিটি হারাতে যায়। মানে এখানে মানুষ প্রচুর মধুচন্দ্রিমায় আসে অথবা বিয়ে করতে আসে।
American Samoa ( মার্কিন সামোয়া)
আমেরিকান সামোয়া দক্ষিন-পূর্ব প্রশান্তমহাসাগরে অবস্থিত। এটি স্বাধীনদেশ সামোয়া এর কাছাকাছি অবস্থিত তবে এটি সামোয়ার অংশ নয়। এটি আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে অবস্থিত। এর রাজধানীর নাম পাগো পাগো (Pago pagO)। এটি ১৯২৯ সালে আমেরিকার অঞ্চল হিসেবে অধিকৃত হয়। এর অফিশিয়াল ভাষা ইংরেজি ও সামোয়ান। এর আয়তন ১৯৯ বর্গকিলোমিটার বা ৭৭ বর্গমাইল। ২০১৮ সালের আদমশুমারী মতে এখানে বাস করে প্রায় ৫৫৬৮৯ জন মানুষ। এর মাথাপ্রতি জিডিপি ১১,০০০ মার্কিন ডলার। আমেরিকান সামোয়া পাঁচটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত।
বেশিরভাগ মার্কিন সামোয়ানরাই ইংরেজি ও সামোয়ান দুইভাষাই পরিষ্কার বলতে পারেন। তাছাড়া এখানে ১৯৮৩ এর পরে কেউই ফ্লুতে মারা যায় নি। বিখ্যাত হলিউড তারকা ও wwe সুপারস্টার ধাওয়াইন জনসন (দ্য রক) এখানেই জন্মগ্রহণ করেন। আমেরিকান টেরিটোরির মধ্যেই এখানেই সবচেয়ে বেশি সামরিক ঘাটি রয়েছে।
Comments
Post a Comment