জেনে নিন দেশের ভিতরে যত দেশ
আজকে এই আর্টিকেলে ইনক্লেইভ দেশ বা ছিটমল দেশ নিয়ে আলোচনা করা হবে। মানচিত্র ঘাটলে দেখা যায় যে ছিটমল সাধারণ একটা বিষয়। তবে ছিটমল দেশ সত্যি আমাদের অবাক করে।
ছিটমহল কী?
ছিটমহল হলো এমন একটি অঞ্চল যেটি একদেশের অংশ তবে অবস্থিত অন্য দেশে। সহজ করে বলতে গেলে এমন বলতে হবে যে একটা দেশের জমি অন্য দেশ দ্বারা বেষ্টিত থাকলে বেষ্টিত অঞ্চলকেই বলা হবে ছিটমহল।
ছিটমহল হলো এমন একটি অঞ্চল যেটি একদেশের অংশ তবে অবস্থিত অন্য দেশে। সহজ করে বলতে গেলে এমন বলতে হবে যে একটা দেশের জমি অন্য দেশ দ্বারা বেষ্টিত থাকলে বেষ্টিত অঞ্চলকেই বলা হবে ছিটমহল।
আর পৃথিবীতে এমন তিনটি স্বাধীনদেশ রয়েছে যারা স্বাধীন তবে কোনো একদেশের ভূখণ্ডের অভ্যন্তরে। এমন নজির সত্যিই বিশ্বয়ের জন্ম দেয়। কারণ কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সার্বভৌমত্বের এমন খাতির করা হয়।
আমরা সবাই ভ্যাটিকান এর নাম শুনেছি বা ভ্যাটিক্যান সিটির নাম শুনেছি। ভ্যাটিকান হলো পৃথিবীর সবথেকে ছোটো স্বাধীনদেশ। এর আয়তন এক বর্গকিমির কম। এটিও একটি এনক্লেইভ কান্ট্রি। স্যান মারিনোও একটি এনক্লেইভ কান্ট্রি। এর পর আশে লেসেথো। নিচে এদের নিয়ে আলোচনা করা হবে। তার আগে আয়তনভেদে ক্রমানুসারে সাজানো যাক।
১. লেসেথো (Lesetho)
2. স্যান মারিনো (San marino)
3. ভ্যাটিকান সিটি ( Vatican City)
2. স্যান মারিনো (San marino)
3. ভ্যাটিকান সিটি ( Vatican City)
লেসেথো (Lesetho)
Lesetho এর অফিশিয়াল নাম হলো কিংডম অব লেসেথো (Kingdom of Lesetho)। এটি একটি ছিটমহল দেশ। এটি পুরোপুরিভাবেই দক্ষিন আফ্রিকা দ্বারা বেষ্টিত।
লেসেথো একসময় ছিলো ব্রিটিশ কোলোনি যার পূর্বনাম ছিলো বাসুতুল্যান্ড। পরে 1966 সালের ৪ অক্টোবর এটি স্বাধীনতা ঘোষণা করে। এটি ব্রিটিশ কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র। লেসেথো একটা রাজতান্ত্রিক দেশ।
লেসেথোর রাজধানীর নাম হলো মাসেরু (Maseru)। লেসেথো আয়তনে বাকি ছিটমহল দেশে থেকে বড়। এর আয়তন ৩০,৩৫৫ বর্গকিমি। এ খানে ২০ লক্ষাধিক মানুষ বাস করে থাকে।
স্যান মারিনো (San Marino)
স্যান মারিনো এর অফিশিয়াল নাম The republic of San Marino (দ্যা রিপাব্লিক অব স্যান মারিনো)। এটি অবস্থিত দক্ষিন ইউরোপে। এটি এপেনিন পর্বতমালার পাশে অবস্থিত। এটি সম্পূর্ণভাবে ইতালি দ্বারা বেষ্টিত। এটিকে অনেকে পৃথিবীর সবচাইতে পুরাতন দেশ হিসেবে বিবেচনা করে থাকে।
স্যান মারিনোর নাম এসেছে ধর্মগুরু সেইন্ট মারিনাস এর নাম থেকে। যিনি রোমান কলোনি থেকে এসেছিলেন। কিছু লোককথা থেকে জানা যায় যে মারিনাস এখানে এসে রিমিনি নদীর তীর থাকা এই দেশের দেয়াল পুননির্মাণ করেন যা জলদস্যুদের দ্বারা ধ্বংস প্রাপ্ত হয়েছিলো। পরে উনি খ্রিষ্টপূর্ব ৩০১ সালে এটি সার্বভৌম রাজতন্ত্র হিসেবে ঘোষণা করে। এ থেকেই এটিকে সবচেয়ে পুরাতন স্বাধীনদেশ হিসেবে চিহ্নিত করা হয়।
স্যান মারিনোর রাঝধানীর নাম স্যান মারিনো সিটি। এটি ক্ষুদ্র একটি দেশ যারা পুরোপুরিভাবে ইতালিদ্বারা বেষ্টিত।
Vatican City ( ভ্যাটিকান সিটি)
ভ্যাটিকান সিটিকে বলা হয় পোপের দেশ। এখানে খ্রিষ্টানদের ধর্মগুরু বাস করেন। এর জনসংখ্যা নির্দিষ্ট। এটি ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত একটি স্বাধীনদেশ।
ভ্যাটিকান সিটি এর অফিশিয়াল না হলো ভ্যাটিকান সিটি স্টেট (Vatican City state)। এটি ১৯২৯ সালে ল্যাটেরান চুক্তি (Lateran Treaty) এর মাধ্যমে ইতালির কাছে থেকে স্বাধীনতা লাভ করে। এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ।
আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই এটি পৃথিবীর সবথেকে ক্ষুদ্রদেশ। এর আয়তম মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। এখানে বাস করে মাত্র ১০০০ জন মানুষ। এখানেই থাকে খৃষ্টানধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এটিই একমাত্র দেশে যেখানে শুধুমাত্র ক্যাথোলিকরা বাস করে। আর ভ্যাটিকান সিটির অর্থনীতির বড় অংশ আসে ফান্ডিং আর ডনেশন থেকে।
উপরের তিনটি দেশই হলো এনক্লেইভ কান্ট্রি বা দেশের ভিতরের দেশ। পৃথিবীতে এমন নজির আর নেই। উপরের তিনটি দেশই রাজতান্ত্রিক বা মোনার্কি।
উপরে দেখা যাচ্ছে ছিটমহল দেশগুলোর তিনটির মধ্যে দুটিরই অবস্থান ইউরোপ মহাদেশে। নির্দিষ্টভাবে বললে দুটি দেশ যেমন ভ্যাটিকান সিটি ও সান ম্যারিনো ইতালিরই ভিতরে। আর বাকি আরেকটা দেশে লেসেথো হলো আফ্রিকার ভিতরে। আগেই উল্লেখ্য যে উপরোক্ত তিনটি দেশই মোনার্কি বা রাজতন্ত্র।
Comments
Post a Comment