যে পাঁচটি ভাষা সেখা সবচেয়ে কঠিন




নতুন ভাষা শেখা আসলেই অনেক মজার এবং এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। ভাষা একটি সেতুর মতো যা দুটি ভিন্ন সংস্কৃতির মানুষকে সংযুক্ত করে। তাছাড়া নতুন ভাষা শেখা শুরু করলে আপনার অভিজ্ঞতা বা জ্ঞান ভান্ডার, বন্ধু বা চাকরি পাবার সম্ভাবনাও বেড়ে যাবে।
আর ভাষার প্রধান কাজ হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ  স্থাপন করানো। নিজের মনের ইচ্ছা প্রকাশ করা অন্যের কাছে এই গুরু দায়িত্ব পালন করে থাকে ভাষা। তবে পৃথিবী প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি ভাষা আছে আছে আরো বহু উপভাষা কিংবা ভাষাদের আঞ্চলিকরুপ। তাহলে সবচাইতে কঠিন কোন ভাষাটি বা ভাষাগুলো?
 পৃথিবীর-বিভিন্ন-কঠিন-ভাষা


ভাষা সহজ না কঠিন এইটা নির্ণয় করা কঠিন। কারণ এইটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন আমরা ভাষাগতভাবে বাঙালী, যেহেতু বাংলার সবচাইতে কাছাকাছি ভাষা হিন্দি তাই আমাদের কাছে শিখতে সবচাইতে সহজ লাগবে হিন্দি কারণ এর সাথে আমাদের অনেক শব্দার্থ ও ব্যাকরণ মিল লক্ষণীয়। তবে একজন ইংলিশ অথব ফ্রেন্স কইয়ে লোকের কাছে হিন্দিকে মনে হবে ভিনগ্রহীর ভাষার মতই কঠিন। 

তবে এই আর্টিকেল এ যে লিস্টই করা হবে তা হবে হলো ইংরেজি থেকে অন্য ভাষা শেখা কতটা কঠিন তার উপর ভিত্তি করে। মানে একজন ইংলিশ স্পীকার এর দৃষ্টিকোণ থেকে তৈরি হয়েছে এই লিস্ট।

তবে এই কঠিন ভাষাগুলোর সমগোত্রীয় বা কাছাকাছি ভাষাগুলোও ইংলিশ স্পীকারদের কাছে প্রায় সমান কঠিনই হবে তাই বিস্তারিত পর্যায়ে কাছাকাছি ভাষাগুলোও উল্লেখ করা হবে।
প্রথম থেকে শেষ পর্যন্ত সাজালে:

1. ম্যান্দারিন (Chinese Mandarin) 

2. আরবি (Arabic-language)
 
3. রুশ ভাষা (Russian language) 

4. ইতলিয়ান (Italian languag)  

5.নরওয়েজিয়ান  (Norwegian language  )

ম্যান্দারিন (Mandarin)

ম্যান্দারিন একটি চৈনিক ভাষা। এবং পৃথিবীর সবচাইতে বেশি ব্যাবহৃত ভাষা। এর ন্যাটিভ স্পীকার এর সংখ্যা অনেক। এটি পুরো চায়না জুরে লিংগুয়া ফ্রানকা বা সাধারণ ভাষা হিসেবে ব্যাবহৃত হয়।

এটা শুধু ইংরেজি স্পীকার দের কাছেই না বরঙ পৃথিবীর সব জনগোষ্ঠীর মানুষের কাছেই কঠিন মনে হবে। এর কারণ এর বর্ণমালাগুলো ল্যাটিন বা সংস্কৃত বর্ণমালা থেকে পুরোপুরিই আলাদা। এর বহু অনন্য সাংকেতিক চিহ্ন আছে যা মনে রাখা কষ্ট কর। আর এর বাক্যতত্ব ও ব্যাকরণ ইংরেজি থেকে আমূল ভিন্ন। তাই এটি অন্যতম কঠিন একটি ভাষা।

ম্যান্দারিন ক্যাটাগোরিতে আরো যে ভাষাগুলো আছে যা ইংরেজি স্পীকারের কাছে কঠিন মনে হয় তা হলো জাপানিজ,কোরিয়ান ক্যান্টোনিজ ইত্যাদি।

 আরবি (Arabic)

আরবি ঠিক চাইনিজের মতো কঠিন না হলেও একজন ইংরেজি স্পীকারের কাছে ঠিকই কঠিন মনে হয়। কারণ আরবি সেখার শুরু নির্ধারণ করে নিতে হয় কোন দেশের আরবি শিখবে।কারণ আরবি এর ডায়ালেক্ট বা উপভাষা বা কথ্যরু একেক দেশে বহু ভিন্নতা দেখা যায়। তবে স্ট্যান্ডার্ড আরবি বা লেখ্যরুপ একই।

তবে লেখ্যরুপ স্ট্যান্ডার্ড থাকলেও আরবি বর্ণমালা লেখ্যরুপ দুইরকম। স্বরবর্ণসহ আরবি আর স্বরর্বণ ছাড়া আরবি। তাছাড়া আরবি লেখা হয়ে থাকে বাম দিক থেকে আর ইংরেজি সহ অন্যান্যভাষা ডান দিক থেকে। আরবি তে রয়েছে ২৮ টি বর্ণ যেগুলোর উচ্চারণে ইংরেজি স্পীকারদের দাঁত ভাঙাফ উপক্রম। আর আরবি বর্ণমালার সাথে ল্যাটিনপ্রভাব নেই বলে আরো কঠিন হয়ে যায়।
আরবির মতো কঠিন ক্যাটাগোরিতে রাখা যায় হিন্দি,বাংলা,ফারসি,উর্দু,হিব্রুকেও।

রুশ ভাষা (Russian Language)

রুশ ভাষা হল রাশিয়ানদেশ মাতৃভাষা। রুশ ভাষার সাথে ল্যাটিন বা জারমেনিক ভাষার সরাসরি সম্পর্ক খুব কমই আছে। যার জন্য ইংরেজি স্পীকারদের কাছে এটিকে কঠিন হিসেবে চিহ্নিত করে থাকে। রুশভাষার বর্ণমালা গুলোও ইংরেজির থেকে সম্পূর্ণ আলাদা। তাছাড়া শব্দভাণ্ডাড়েও কোনো মিল নেই বললেই চলে।
বাক্যের গঠন ও ব্যাকরণ এর ফারাক আর উচ্চারণ এই তিন রুশ ভাষাকে কঠিন ভাষার মর্যাদা দিয়েছে।

আর এই ক্যাটাগরিতে আছে গ্রীক,তুর্কি ভাষা,জার্মান,পোলিশ,আইস্ল্যান্ডিক,ট্যাগালগ,আফ্রিকানভাষা ইত্যাদি।


ইতালিয়ান (Italian)

ইতালিয়ান একটি রোমান্স ভাষা। রোমানীয় ভাষার প্রভাব এর বর্ণমালা ও ব্যাকরণেও রয়েছে। এর সাথে ইংরেজির হালকা যোগ সূত্র রয়েছে। যা তুলনামূলক সহজ করে দিয়েছে। এর সাথে ইংরেজির বাক্যতত্বেও কিছুটা মিল রয়েছে।
এই কাতারে পড়ে ফ্রেন্স এটিও আরেকটি রোমান্স ভাষা,রোমানিয়ান,স্লাভিক,ফিনিশ ইত্যাদি।

নরওয়েজিয়ান ভাষা (Norwegian Language)

এটি বা এই ক্যাটাগরির ভাষা ইংরেজির খুবই কাছাকাছি। আমাদের কাছে যেমন হিন্দি ঠিক ইংরেজদের কাছেও নরওয়েজিয়ান বা ডাচ ভাষা। এর সাথে ইংরেজির বাক্যতত্ত্বের প্রায় পুরোপুরি মিল রয়েছে। শব্দার্থেরও প্রায় ৬০% এর অধিক মিল রয়েছে। তাছাড়া কিছু শব্দ উৎপত্তিগত সাদৃশ্য পরিলক্ষিত।

এই ক্যাটাগরির ভাষা সহজেই আয়ত্ত করা সম্ভব ইংরেজ স্পীকারের কাছে। সহজেই একসেন্ট লাভ করা যায়। তাছাড়া টেন্স সহ গ্রামারেরও মিল রয়েছে অদ্ভুতরকম।

এই ক্যাটাগরিতে আছে ডাচ,সুইডিশ,সুইচ, ড্যানিশ, স্প্যানিশ (এটা ল্যাটিন ডিসেন্ডেড যদিও) ইত্যাদি।

উপরের মূলত ক্রমানূসারে দেখানো হয়নি যে একজন ইংরেজি স্পীকারের কাছে কোন ভাষাটি শেখা সহজ দেখানো হয়েছে মত ক্যাটাগরি করে।

Comments

Popular posts from this blog

মেলানেশিয়া অঞ্চল পরিচিতি

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রয়কৃত অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল