Posts

Showing posts from April, 2020

দক্ষিণ-এশিয়ায় বাংলাদেশে করোনায় মৃত্যুহার সর্বাধিক।

Image
Bangladesh has the highest death rate of covid-19 in south Asia. বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেলেও মৃতের সংখ্যা তুলনামূলক বেশি। আজ ৫ এপ্রিল নিচের ডাটা আজকের তারিখ মতে। কোনো নির্দিষ্ট দেশে মৃত্যুহার নির্ণয়ের উপায় হলো (মৃতের সংখ্যা÷মোট আক্রান্ত সংখ্যা) × ১০০ বাংলাদেশের মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের তাহলে মৃত্যুহার দাড়ায় ১০.২৩% যা অন্যান্য দক্ষিণ এশিয়ার থেকে ঢের বেশি। ভারতে মোট আক্রান্ত ৩৩৭৪ জন আর মারা গেছে ৭৯ জন মৃত্যুহার ২.৩৪%। ঐদিকে পাকিস্তানে আক্রান্ত ২৮৯৯ আর মারা গেছে ৪৫ জন মৃত্যুহার দাড়ায় ১.৫৫%।শ্রীলঙ্কা তে মোট আক্রান্তের সংখ্যা ১৭৪ জন আর মৃত্যু ঘটেছে ৫ জনের তাহলে শ্রিলঙ্কার মৃত্যুহার দাড়ায় ২.৮৭%। নেপাল, ভূটান ও মালদ্বীপে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনে। যথাক্রমে ৯ জন,৫জন ও ১৯ জন আক্রান্ত হয়েছে। শেয়ার করে সকলকে জানিয়ে দিন বর্তমান অবস্থা। ঘরে থাকুন, সাবান দিয়ে হাতধৌত করুন, কাশি শিষ্টাচার ও সামাজিক দূরত্ব মেনে চলুন।

যে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ আপনি শুধুমাত্র গুগল সার্চের মাধ্যমেই করতে পারেন

Image
গুগল আধুনিক মানবজীবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। মানবজীবন করে দিয়েছে আরো সহজ। ইন্টারনেট জগৎই যেন স্বার্থক হয়েছে গুগলের জন্য। আপনার জীবন আরো সহজ,স্বাচ্ছন্দ্য এবং সময় বাঁচাতে গুগল প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী নিয়ে আত্মপ্রকাশ করছে। গুগল সার্চ হলো আপনি google.com লেখার পর ব্রাউজারে যে পেইজ শো করে সেটি। সার্চ বারে লিখে খোজ করাই গুগল সার্চ। আপনার দৈদন্দিন জীবনের গুরুত্বপূর্ণকাজ কে সহজ করার দায়িত্ব যেন গুগল নিজ মাথা পেতে নিয়েছে। আপনি গুগলে সব তথ্যগত সমস্যা সমাধান গুগলেই সমাধান সম্ভব। আজকে এমন পাঁচটি ট্রিক শেয়ার করা হবে। বড়বড় সংখ্যা গুগলের দ্বারা বানান বা উচ্চারণ করিয়ে নিন গুগল সার্চের মাধ্যমে আপনি বড় বড় সংখ্যা উচ্চারণ কিংবা বানান করিয়ে নিতে পারেন।ধরুন, 9999999 এই সংখ্যাটির উচ্চারণ কি হবে? বানানই বা কেমন হবে? আপনি চট করে গুগলের সার্চ বারে আপনার সংখ্যাটি লিখে '=' চিহ্ন দিয়ে English লিখুন। যেমন 999999=english এটি লিখে সার্চ দিলেই আপনার কাঙখিত রেজাল্ট পেয়ে যাবেন। ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করতে পারেন গুগল সার্চ কে আপনি ক্যালকুলেটর হিসেবেও ব্যাবহার করতে পারে...

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রয়কৃত অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল

Image
মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ আয়তনে বিশাল একটি দেশ। এটি আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তমদেশ। এর আয়তন প্রায় সম্পূর্ণ ইউরোপ মহাদেশের সমান! কিন্তু শুরুতে আমেরিকার আয়তন বা আকার এত বিশাল ছিলো না। উপরে ছবিতে লুইজিয়ানা অঞ্চল ও নিচের ছবিতে আলাস্কা অঞ্চলের মানচিত্র  শুরুতে এর আয়তন ছিলো ৮৯২,১৩৫ বর্গমাইল। ফ্রান্স,স্পেন,রাশিয়া থেকে জমি কিনে ও মেক্সিকোর থেকে জমি দখল করে আমেরিকা দৈত্যাকৃতি লাভ করেছে। আমেরিকা বহু টেরিটোরি বিভিন্ন দেশ থেকে ক্রয় করেছে। তবে আজকে সন থেকে বড় ক্রয়কৃত অঞ্চলগুলো সম্পর্কেই আলোচনা করা হবে। আমেরিকা লুইজিয়ানা, ফ্লোরিডা ও আলাস্কা এই তিনটি রাজ্য বা প্রদেশ যথাক্রমে ফ্রান্স স্পেন ও রাশিয়ার কাছে থেকে ক্রয় করেছিলো। নিচে এ নিয়ে বলা হলো। ফ্রান্সের থেকে লুইজিয়ানা লুইজিয়ানা বিশাল একটি অঞ্চল। এটিই আমেরিকার প্রথম ক্রয়কৃত অঞ্চল। এটি প্রায় আয়তনে প্রারম্ভিক যুক্তরাষ্ট্রের সমান ছিলো। এটি ১৮০৩ সালে ফ্রান্সের কাছে থেকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারে ক্রয় করেছিলো আমেরিকা। এর আয়তন ৮২৭,৯৮৭ বর্গমাইল। তৎকালীন সময়ে এই জমির করায়ত্ত্ব ছিলো ফ্রেন্স সম্রাট নেপোলিয়ন ...