মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রয়কৃত অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল



মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ আয়তনে বিশাল একটি দেশ। এটি আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তমদেশ। এর আয়তন প্রায় সম্পূর্ণ ইউরোপ মহাদেশের সমান! কিন্তু শুরুতে আমেরিকার আয়তন বা আকার এত বিশাল ছিলো না।
Louisiana-and-Florida-purchase
উপরে ছবিতে লুইজিয়ানা অঞ্চল ও নিচের ছবিতে আলাস্কা অঞ্চলের মানচিত্র


 শুরুতে এর আয়তন ছিলো ৮৯২,১৩৫ বর্গমাইল। ফ্রান্স,স্পেন,রাশিয়া থেকে জমি কিনে ও মেক্সিকোর থেকে জমি দখল করে আমেরিকা দৈত্যাকৃতি লাভ করেছে। আমেরিকা বহু টেরিটোরি বিভিন্ন দেশ থেকে ক্রয় করেছে। তবে আজকে সন থেকে বড় ক্রয়কৃত অঞ্চলগুলো সম্পর্কেই আলোচনা করা হবে।

আমেরিকা লুইজিয়ানা, ফ্লোরিডা ও আলাস্কা এই তিনটি রাজ্য বা প্রদেশ যথাক্রমে ফ্রান্স স্পেন ও রাশিয়ার কাছে থেকে ক্রয় করেছিলো। নিচে এ নিয়ে বলা হলো।

ফ্রান্সের থেকে লুইজিয়ানা

লুইজিয়ানা বিশাল একটি অঞ্চল। এটিই আমেরিকার প্রথম ক্রয়কৃত অঞ্চল। এটি প্রায় আয়তনে প্রারম্ভিক যুক্তরাষ্ট্রের সমান ছিলো।

এটি ১৮০৩ সালে ফ্রান্সের কাছে থেকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারে ক্রয় করেছিলো আমেরিকা। এর আয়তন ৮২৭,৯৮৭ বর্গমাইল।
তৎকালীন সময়ে এই জমির করায়ত্ত্ব ছিলো ফ্রেন্স সম্রাট নেপোলিয়ন  বোনাপার্টের কাছে। তার কাছে থেকেই এই অঞ্চল ক্রয় করেন মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসন।

স্পেনের থেকে ফ্লোরিডা ক্রয়

ফ্লোরিডা সাউথ-ইস্ট আমেরিকাতে অবস্থিত।  এটি আমেরিকা স্পেনের কাছে ক্রয় করেছিলো। ফ্লোরিডা আমেরিকার একটি প্রদেশ। এর আয়তন ৭২,১০১ বর্গমাইল। এটি পঞ্চাস লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে আমেরিকা স্পেনের কাছে থেকে ক্রয় করেছিলো।

তৎকালীন সময়ে আমেরিকার রাষ্ট্র সচিব বা সেক্রেটারি অব স্টেট স্পেনের মন্ত্রী ডো লুই দিউস এর কাছে এটি ১৮১৯ সালে ক্রয় করেন।

রাশিয়ার থেকে আলাস্কা প্রদেশ ক্রয়

আলাস্কা বরফাবৃত আমেরিকা মহাদেশে রাশিয়ার একমাত্র অঞ্চল ছিলো। সেটি রাজনৈতিক কারণে রাশিয়া ১৮৬৭ সালে আমেরিকার কাছে বিক্রি করে দেয়। এর আয়তন ৫৯১,০০০ বর্গকিলোমিটার।

আলাস্কা ক্রয়ের মাধ্যমেই আমেরিকা উত্তর প্রশান্ত মহাসাগরে দাপিয়ে বেড়ানোর সুযোগ পেয়েছে। তৎকালীন সময়ে রাশিয়ার প্রশান্তমহাসাগরীয় বড় শত্রু ছিলো গ্রেট ব্রিটেন তাদের দমানোর জন্য আমেরিকার কাছে অঞ্চল বিক্রি করে জোট বাধতে চেয়েছিলো।

আলাস্কা প্রদেশটি আমেরিকার প্রেসিডেন্ট এন্ড্রু জনসন ১৮ অক্টোবর ১৯৬৭ সালে ৭২ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে।

মজার ব্যাপার হলো কয়েক বছর আগে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের থেকে গ্রীনল্যান্ড কেনার আগ্রহ দেখায়। তবে ডেনমার্ক তা কৌশলে প্রত্যাখান করে। তবে আমেরিকা এর আগে ডেনমার্কের কাছে থেকে অঞ্চল ক্রয় করেছে। যেমন ভার্জিন দীপপুঞ্জ ডেনমার্কের কাছে থেকে করা।

Comments

Popular posts from this blog

মেলানেশিয়া অঞ্চল পরিচিতি

যে পাঁচটি ভাষা সেখা সবচেয়ে কঠিন