দক্ষিণ-এশিয়ায় বাংলাদেশে করোনায় মৃত্যুহার সর্বাধিক।

Bangladesh has the highest death rate of covid-19 in south Asia.

বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেলেও মৃতের সংখ্যা তুলনামূলক বেশি।


আজ ৫ এপ্রিল নিচের ডাটা আজকের তারিখ মতে।

কোনো নির্দিষ্ট দেশে মৃত্যুহার নির্ণয়ের উপায় হলো (মৃতের সংখ্যা÷মোট আক্রান্ত সংখ্যা) × ১০০

বাংলাদেশের মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের তাহলে মৃত্যুহার দাড়ায় ১০.২৩% যা অন্যান্য দক্ষিণ এশিয়ার থেকে ঢের বেশি।

ভারতে মোট আক্রান্ত ৩৩৭৪ জন আর মারা গেছে ৭৯ জন মৃত্যুহার ২.৩৪%। ঐদিকে পাকিস্তানে আক্রান্ত ২৮৯৯ আর মারা গেছে ৪৫ জন মৃত্যুহার দাড়ায় ১.৫৫%।শ্রীলঙ্কা তে মোট আক্রান্তের সংখ্যা ১৭৪ জন আর মৃত্যু ঘটেছে ৫ জনের তাহলে শ্রিলঙ্কার মৃত্যুহার দাড়ায় ২.৮৭%।

নেপাল, ভূটান ও মালদ্বীপে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনে। যথাক্রমে ৯ জন,৫জন ও ১৯ জন আক্রান্ত হয়েছে।

শেয়ার করে সকলকে জানিয়ে দিন বর্তমান অবস্থা। ঘরে থাকুন, সাবান দিয়ে হাতধৌত করুন, কাশি শিষ্টাচার ও সামাজিক দূরত্ব মেনে চলুন।

Comments

Popular posts from this blog

মেলানেশিয়া অঞ্চল পরিচিতি

যে পাঁচটি ভাষা সেখা সবচেয়ে কঠিন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রয়কৃত অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল