যে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ আপনি শুধুমাত্র গুগল সার্চের মাধ্যমেই করতে পারেন



গুগল আধুনিক মানবজীবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। মানবজীবন করে দিয়েছে আরো সহজ। ইন্টারনেট জগৎই যেন স্বার্থক হয়েছে গুগলের জন্য। আপনার জীবন আরো সহজ,স্বাচ্ছন্দ্য এবং সময় বাঁচাতে গুগল প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী নিয়ে আত্মপ্রকাশ করছে।

গুগল সার্চ হলো আপনি google.com লেখার পর ব্রাউজারে যে পেইজ শো করে সেটি। সার্চ বারে লিখে খোজ করাই গুগল সার্চ। আপনার দৈদন্দিন জীবনের গুরুত্বপূর্ণকাজ কে সহজ করার দায়িত্ব যেন গুগল নিজ মাথা পেতে নিয়েছে। আপনি গুগলে সব তথ্যগত সমস্যা সমাধান গুগলেই সমাধান সম্ভব। আজকে এমন পাঁচটি ট্রিক শেয়ার করা হবে।

বড়বড় সংখ্যা গুগলের দ্বারা বানান বা উচ্চারণ করিয়ে নিন

গুগল সার্চের মাধ্যমে আপনি বড় বড় সংখ্যা উচ্চারণ কিংবা বানান করিয়ে নিতে পারেন।ধরুন, 9999999 এই সংখ্যাটির উচ্চারণ কি হবে? বানানই বা কেমন হবে? আপনি চট করে গুগলের সার্চ বারে আপনার সংখ্যাটি লিখে '=' চিহ্ন দিয়ে English লিখুন। যেমন 999999=english এটি লিখে সার্চ দিলেই আপনার কাঙখিত রেজাল্ট পেয়ে যাবেন।


ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করতে পারেন

গুগল সার্চ কে আপনি ক্যালকুলেটর হিসেবেও ব্যাবহার করতে পারেন। এখানে আপনি সাধারণ যোগ থেকে শুরু করে বৈজ্ঞানিক সমস্যাও সমাধান করতে পারেন। মনে করা যাক, tan60° এর মানকত? tan60°=? লিখে সার্চ দিলে আপনার কাঙখিত উত্তর পেয়ে যাবেন।

গ্রাফ আকাঁর কাজে ব্যাবহার করতে পারেন।

এই ট্রিকটি সবচেয়ে কাজের হবে যারা মূলত গণিত নিয়ে পড়াশোনা করেন। গণিতের ত্রিকোনমিতিক বা ক্যালকুলাস ফাংশন সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়া নির্দিষ্ট বিষয়ের তথ্য ভিত্তিক গ্রাফ তো দেখতে পারবেনই। যেমন e^x+1 এর গ্রাফ কেমন? স্রেফ e^x+1 graph লিখে সার্চ দিলেই সার্চ রেজাল্ট পেইজেই গ্রাফ দেখতে পারবেন।


কারেন্সি কনভার্টার হিসেবে ব্যাবহার

গুগল আমি ব্যাক্তিগতভাবে যে কাজটি করি সেটি হচ্ছে কারেন্সি কনভার্শন বা টাকার দাম রূপান্তরে। যেমন নির্দিষ্ট দিনে বা সময়ে ৫০০০ টাকা মার্কিন ডলারে কত? এরকম কনভার্শন সহজেই করতে পারবেন এই কারেন্সি কনভার্টার দিয়ে। সহজভাবে সার্চবারে টাইপ করুন 1372bdt = usd আপনার রেজাল্ট আপনি সার্চ রেজাল্ট পেইজে পেয়ে যাবেন।


 টাইমার হিসেবে ব্যাবহার

গুগল টাইমার একটি চমৎকার প্রযুক্তি। ধরুন আপনার কাছে কোনো স্টপওয়াচ নেই তখন বিশেষ মুহুর্তে কিভাবে টাইমিং করবেন? তখন আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন  Google Timer. সেখানে দেয়া স্টপওয়াচ আপনি ব্যাবহার করতে পারবেন। 

উপরোক্ত কোনো বিষয়ে যদি সমস্যা বা সন্দিহান হয়ে থাকেন তাহলে কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।

Comments

  1. Casino, Poker, Roulette, Slots, Video Poker - DRMCD
    Find 경상북도 출장마사지 all casinos, poker, roulette, slots, video poker, online poker, 하남 출장샵 video poker, 삼척 출장안마 casino games, free, real money 전주 출장마사지 poker, online 파주 출장안마 roulette games.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

মেলানেশিয়া অঞ্চল পরিচিতি

যে পাঁচটি ভাষা সেখা সবচেয়ে কঠিন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রয়কৃত অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল